
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, আমি নিশ্চিত, দেশে যদি নির্বাচনের ডামাডোল শুরু হয়, তাহলে সব ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে।
বৃহস্পতিবার (১৫ মে) তিনি তাঁর ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে এমন মন্তব্য করেন।
তিনি তাঁর পোস্টে আরও বলেন, চারিদিকে চলছে মাৎসন্যায়। পরিকল্পিতভাবে বিভেদ, বিভক্তি ও বিদ্বেষ তৈরি করে- কারা দেশটাকে অস্থিতিশীল করে অন্ধকার গহ্বরের দিকে নিতে চায়? নতুন ও পুরোনো কোন কোন রাজনৈতিক দল যদি তাৎক্ষণিক লাভ ও ক্ষমতা ভোগের নেশায় মত্ত হয়ে- সুদূরপ্রসারী ও সূক্ষ্ম হিসাব মেলাতে না পারে- তাহলে পরিণতি ভালো হবে না। রাজনীতি অত সরল অঙ্ক না বরং জটিল ও কঠিন বিষয়- শর্টকাট এত সহজ করে ভাবলে ও চিন্তা করলে ফলাফল অশ্বডিম্ব এবং সমূহ বিপদের সম্ভবনা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারও ক্ষমতা প্রলম্বিত করতে গিয়ে চারদিক দিয়ে সুযোগ সন্ধানীদের পথ খুলে দিচ্ছে। সেজন্যই আমরা নির্বাচনী রোডম্যাপের কথা বলেছি। আমি নিশ্চিত দেশে যদি নির্বাচনের ডামাডোল শুরু হয়- তাহলে সব ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে।
ইমরান