
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক এক ফেসবুক স্ট্যাটাসে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, "জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় যতই ঘনিয়ে আসবে, ততই পারস্পরিক সংঘাত ও বিরোধ প্রকট আকার ধারণ করবে।"
তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি আরও ইঙ্গিত দেন যে, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলমান টানাপোড়েন আগামী দিনগুলোতে আরও জটিল রূপ নিতে পারে।
ড. মালিকের এই মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকরা নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন।
এম.কে.