ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজারহাটে রেললাইনের মাটি ধসে দুর্ঘটনার আশঙ্কা

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ২২:৩৪, ১৫ মে ২০২৫; আপডেট: ২২:৩৬, ১৫ মে ২০২৫

রাজারহাটে রেললাইনের মাটি ধসে দুর্ঘটনার আশঙ্কা

ড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনের অদূরে ভারী বৃষ্টিপাতে রেল ক্রসিংয়ের দুই নম্বর লাইনের স্লিপারের নিচের মাটি ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের রেল দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনের পাশে দুইটি রেললাইন আড়াআড়িভাবে স্থাপিত রয়েছে। বৃহস্পতিবার সকালে পথচারীরা দেখতে পান, দুই নম্বর লাইনের পূর্ব পাশে, স্টেশন থেকে প্রায় ১৫০ গজ দূরে, একটি পুকুরের পাশে স্লিপারের নিচের প্রায় ২০ গজ মাটি সম্পূর্ণ ধসে গিয়ে পুকুরে পড়ে গেছে। ফলে রেললাইনের নিচে বড় একটি ফাঁকা গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় পত্রিকা হকার মন্টু মিয়া বলেন, “আমি সকালে লাইনের উপর দিয়ে হাঁটার সময় দেখি মাটি নেই, গর্ত হয়ে গেছে। এই লাইনে যদি ট্রেন চলে, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয়দের ধারণা, বুধবার রাতে টানা বৃষ্টির কারণেই মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও পুকুরের পাড়ে গাইডওয়াল রয়েছে, তারপরও এমন ধস ঘটে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে।

রাজারহাট রেলস্টেশন মাস্টার সুমন মিয়া জানান, “বিষয়টি নজরে আসার পরপরই রেলওয়ের প্রকৌশল বিভাগকে (পিডব্লিউ) জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন।”

এলাকাবাসী দ্রুত রেললাইনের সংস্কার ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার দাবি জানিয়েছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নুসরাত

×