ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় কিশোর ভ্যানচালকের মৃত্যু

শহিদুল ইসলাম, রাজবাড়ী।

প্রকাশিত: ১৭:২৯, ১৫ মে ২০২৫

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় কিশোর ভ্যানচালকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় চলন্ত ট্রাকের ধাক্কায় জয় শেখ (১৬) নামের এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয় শেখ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের বাসিন্দা কালাম শেখের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জয়। আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাসকিয়া জেসমিন বলেন, “গুরুতর আহত অবস্থায় জয় শেখকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”


এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

রিফাত

×