ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০০:০৬, ১৬ মে ২০২৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায়  এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী রিতু আক্তারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরিবার বলছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে দাউদকান্দি মডেল থানায় অপহৃত ছাত্রীর মা রাবেয়া আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারি গ্রামের রাজু মিয়ার মেয়ে রিতু চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গত মঙ্গলবার (১৩ মে) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে, বিকেল আনুমানিক ২টার দিকে খালিশা বাজার সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে একটি অজ্ঞাত মাইক্রোবাস থেকে ৪-৫ জন যুবক তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। রিতুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অপহরণকারীরা দ্রুত সরে পড়ে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পর থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও রিতুর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেন রিতুর মা।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মেয়েটিকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।”

নুসরাত

×