ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী দুই যুবলীগ কর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:০১, ১৬ মে ২০২৫

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী দুই যুবলীগ কর্মী গ্রেফতার

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী প্রশান্ত দাশ ও শামসুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে প্রশান্তকে শহরতলীর মনু ব্রিজ এলাকা থেকে এবং মিন্টুকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ৪ আগস্টের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এই দুইজনকে শনাক্ত করা হয়। তারা হামলায় সরাসরি জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রশান্ত ও মিন্টু যুবলীগের পরিচিত মুখ এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নুসরাত

×