
ছবি: সংগৃহীত
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ১৫ মে ২০২৫ খ্রি. তারিখ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত হত্যা মামলায় তদন্তপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি এস এম কামাল হায়দার, যিনি সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।
গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা, মামলা নং- ৭(৯)২৪, রুজু হয় যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিআইডির তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৫ মে ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের সাক্ষ্য প্রমাণ পাওয়ার সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আসিফ