ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বনে-জঙ্গলে হোক বা রাস্তায়, গত ৯ মাসে থেমে থাকেনি আওয়ামী লীগের মিছিল: ফয়জুল হক

প্রকাশিত: ০০:০১, ১৬ মে ২০২৫; আপডেট: ০০:০৩, ১৬ মে ২০২৫

বনে-জঙ্গলে হোক বা রাস্তায়, গত ৯ মাসে থেমে থাকেনি আওয়ামী লীগের মিছিল: ফয়জুল হক

ছবি: সংগৃহীত

হিযবুত তাহারীরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ সরকার মনে করেছে সেটা জনগণের কল্যাণকর কিছু নয়, ঠিক তেমনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে জাতির পক্ষ থেকে। জনগণ স্পষ্টভাবে বলে দিয়েছে—এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক।

 সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এই বিষয়ে আলোচনায় যেতে চাই না, আমি শুধু বলতে চাই এই নিষিদ্ধ প্রক্রিয়াটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কোনও আক্রমণ আসে, সেটাও প্রতিহত করা যাবে।

 ড. ফয়জুল হক এই বিষয়ে তিনটি কৌশলের কথা বলেন—

১. আইন প্রয়োগের সর্বোচ্চ ব্যবহার:
সরকারকে অবশ্যই আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম আইনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করে তা বাস্তবায়নে কঠোর হতে হবে। থানার অফিসার থেকে শুরু করে ইউনো, জেলা প্রশাসন, সচিব—সব পর্যায়ে এই নিষিদ্ধ ঘোষণার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যদি কোথাও মিছিল হয়, সঙ্গে সঙ্গে আইন প্রয়োগ করে গ্রেফতার করতে হবে, জামিন না দিলে এবং অপরাধ অনুযায়ী শাস্তি দিলে ভবিষ্যতে আর কেউ এই সাহস দেখাবে না।

২. দণ্ডবিধির কাঠামোয় আনা:
তিনি বলেন, যেভাবে ধর্ষণ বা খুনের মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা হয়, তেমনি আওয়ামী লীগের অপরাধও সেই কাঠামোয় আনতে হবে। যদি এই সংগঠন রাষ্ট্রের জন্য হুমকি হয়, তাহলে গ্রেপ্তারের পর জামিন না পাওয়া, এমনকি ফাঁসির মতো শাস্তিও হতে পারে।

৩. রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন:
সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছাতে হবে। আমি যেমন কোনও অপরাধীকে প্রশ্রয় দেব না, তেমনি বিএনপির পাশে যদি আওয়ামী লীগের নিষিদ্ধকৃত কেউ থাকে, তাহলে তাকেও ধরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত বা এনসিবির ভাইয়ের কাছে কেউ সুযোগ নিতে চাইলে তাকেও আইনের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত নয় মাসে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল হয়েছে। তাহাজ্জুদের মিছিল, সূর্য উদয়ের পর এশরাকের নামাজের মিছিল—বন-জঙ্গল হোক, রাস্তাঘাট হোক, তারা করেছে। কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি ছিল না, তারা সরকারের প্রতি আস্থা রাখতে পারেনি। 

এসএফ

আরো পড়ুন  

×