ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:১৮, ১৫ মে ২০২৫

শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ

নারী শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ'র স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ফাইন্যান্স বিভাগের সামনে তারা এ কর্মসূচি পালন করেন । 

এ সময় শিক্ষার্থীরা 'হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার', 'পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া তুলে নিব আমরা', 'এক দফা এক দাবি পাপুল তুই কবে যাবি' প্রভৃতি স্লোগান দেন।বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, এরকম শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। তিনি আমাদের বিভাগের সম্মানহানী করেছেন। তাকে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে অনৈতিক কাজে জড়িত সেই ছাত্রীকেও বিভাগ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, 'আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। শীঘ্রই আমরা একটি আলোচনায় বসব। সেইসঙ্গে শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখে যৌথভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, তাই সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করছি।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে রবিবার (১১ মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে এক নারী শিক্ষার্থীর সাথে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়া যায় ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে। গতকাল বুধবার (১৪ মে) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায় , মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সদস্য। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।

রাজু

×