ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জামালপুরে অবৈধ গরু হাট, সরকার হারাচ্ছে রাজস্ব 

নিজস্ব সংবাদদাতা জামালপুর ও মেলান্দহ সংবাদদাতা

প্রকাশিত: ২১:৫০, ১৫ মে ২০২৫

জামালপুরে অবৈধ গরু হাট, সরকার হারাচ্ছে রাজস্ব 

জামালপুরের মেলান্দহ  উপজেলায়  চরগোবিন্দী বাজারে অবৈধভাবে পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫মে) সরজমিনে গিয়ে দেখা যায়, চরগোবিন্দী বাজার গরু - ছাগল হাট নামে রশিদ ছাপিয়ে চাঁদা উত্তোলন করছে একটি চক্র। এতে সরকার হারাচ্ছে লাখ টাকার রাজস্ব।

অপরদিকে সরকারি ভাবে লিজভুক্ত উপজেলার মাহমুদদপুর বাজার পশুর হাটের ইজারাদার পক্ষ অবৈধভাবে পশুর হাট বসানো নিয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

মাহমুদপুর বাজার ও মেলান্দহ বাজার গরু হাট ইজারাদার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন চরগোবিন্দী পশুর হাটের জন্য আমাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করছি শীঘ্রই উপজেলা প্রশাসন অবৈধ হাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে চরগোবিন্দী বাজারে একটি গরুর হাট গড়ে তোলেন। গরু হাট প্রতিষ্ঠা লাভের পর থেকে স্থানীয় মেলান্দহ ও  মাহমুদপুর গরুর বাজার কর্তৃপক্ষ তার বিরোধীতা করে আসছেন। কিন্তু চরগোবিন্দী বাজার কর্তৃপক্ষ পেশিশক্তি ব্যবহার করে অবৈধ বাজারটির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মাহমুদপুর  বাজারের ইজারাদার মনির হোসেন বলেন, উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিলেও স্থায়ী ভাবে বাজার বন্ধ হয়নি।
এবিষয়ে কথা বলতে চর গোবিন্দী গরু হাট কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আত্নীয়ের জানাযায় গেছেন বলে ফোন কেটে দেন।

গরু বাজারের রশিদ লেখার দায়িত্বে থাকা খোকন বলেন, এখানে বাজার হওয়াতে মাহমুদপুর বা ইসলামপুর বাজারের ক্ষতি হয়নি।ক্ষতি হয়েছে মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া বাজার।অভিযোগ দিলে ওরা অভিযোগ দিবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর  জানান, সরকারি অনুমোদন ছাড়া হাট বসানোর কোনো সুযোগ নেই। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এ অবৈধ হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজু

×