ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কমলগঞ্জে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত হচ্ছে খুয়ার পরিবর্তে ইটের গুড়া

আহমেদুজ্জামান(আলম),কমলগঞ্জ,মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৮, ১৫ মে ২০২৫

কমলগঞ্জে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত হচ্ছে খুয়ার পরিবর্তে ইটের গুড়া

ছবি: সংগৃহীত

উপজেলার মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করছেন এক ঠিকাদার। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়কটি পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজে ব্যবহৃত ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাও: হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপ সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ ঠিকাদারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী বলেন, মুন্সীবাজার ভায়া রামেশ্বরপুর সড়কে ইটের খুয়ার পরিবর্তে ইটের গুড়া দিয়েই সংস্কারের কাজ করার এলাকাবাসীর অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী অফিসকে একাধিকবার অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখতে ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারককারী মাও: হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রিপোর্ট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, সড়কটির কাজে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।

আলীম

×