
ছবিঃ সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে গণতন্ত্র বারবার বিপন্ন হয়েছে। বিএনপি একটি মাত্র রাজনৈতিক দল যে দলটি ৫৪ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ারেছ আলী মামুন বলেন, শেখ মুজিব গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল আর জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। স্বৈরাচার এরশাদ গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র কায়েম করেছিল আর বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এরপর শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে ১৭ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।
তিনি আরো বলেন, এই দীর্ঘ সময় বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছিল। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি। আওয়ামী লীগের গোলামির শিকল ছিন্ন করে ছাত্র-জনতাকে সাথে নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের হাতে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে।
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এসময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন সহ অন্য যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরান