ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রুমার ‘ওই সুন্দরে আনন্দপুরে’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১৫ মে ২০২৫

রুমার ‘ওই সুন্দরে আনন্দপুরে’

জেরিন কাশফী রুমা

মাসুম মাহমুদের রচনা এবং অঞ্জন আইচের পরিচালনায় ঈদের নাটক ‘ওই সুন্দরে আনন্দপুরে’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জেরিন কাশফী রুমা এবং অভিনেতা নাসিম। সম্প্রতি নাটকটির শূটিং পর্ব শেষ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেরিন কাশফী রুমা বলেন, জীবনের চলার পথে ঝড় ঝঞ্ঝা যেমন আসে, তেমনই আসে শরতের আকাশে কাশফুলের মতো সাদা মেঘ ভাসিয়ে নেওয়া মলয় বাতাস। 
ফলে ভাঙনের মুখে দাঁড়িয়েও  মানুষকে বাঁচার ইচ্ছা জাগিয়ে রাখতে হয়। সেই অনাবিল আনন্দ খুঁজে ফেরার এক মরমিয় প্রয়াস। আনন্দ খুঁজে নিয়ে আনন্দে বাঁচতে হয়। নাটকটি মূলত অভিনয় নির্ভর। পরিচালক অঞ্জন আইচ বলেন, পারিবারিক বন্ধনকে দৃঢ় করার নাটক ‘ওই সুন্দরে আনন্দপুরে’। এই নাটকে মা এবং মেয়ের রসায়ন আনতে আমি ক্যামেরাকে ক্যানভ্যাসের তুলির মতোই ব্যবহার করেছি।

নাটকটির গল্প সম্পর্কে তিনি জানান, কুড়ি থেকে ফুল, ফুল থেকে ফল, ফল শুকিয়ে গেলে ঝরে পড়া। এই বিবর্তনটাই পরিবর্তন। এই পরিবর্তনে যেমন আছে উচ্ছ্বাস তেমনি আছে নৈরাশ্য। ফলে এমনই এক অর্থনৈতিক নৈরাশ্যের মুখোমুখি এসে দাঁড়ায় এক সাজানো গোছানো সংসার। 
অর্থনৈতিক টানাপোড়েন আর স্বামীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও চরিত্রের স্খলনের কারণে স্ত্রীর আত্মসম্মান নিয়ে বাঁচার লড়াই এবং একক লড়াইয়ে সার্বিক অসহযোগিতা ও নিপীড়নের মুখে দাঁড়িয়ে সে যখন দিকহারা দিশেহারা তখন সকল অসহনীয়তার থেকে মুক্তি পেতে বেঁচে নিতে চায় আত্মহুতির পথ।

মায়ের সিদ্ধান্তের বিপরীতে কন্যা সন্তান কিভাবে তৈরি করে সুরক্ষার বলয় তা নিয়েই নাটক ‘ওই সুন্দরে, আনন্দপুরে’। নাটকটিতে অভিনয় করেছেন  নাসিম, জেরিন কাশফী রুমা, মেহজাবিন নুর, সুমন মাহমুদ,  লামিয়া,  মিল্কি, মাহবুবসহ আরও অনেকে।

×