ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জবি শিক্ষার্থীরা: কাকরাইল মোড়ে অবস্থান

প্রকাশিত: ১৪:৫৯, ১৫ মে ২০২৫; আপডেট: ১৪:৫৯, ১৫ মে ২০২৫

টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জবি শিক্ষার্থীরা: কাকরাইল মোড়ে অবস্থান

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরছেন।

গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির একটি দল ইউজিসিতে গিয়ে তাদের দাবির বিষয়ে আলোচনা করেন। কিন্তু আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত 'জবি ঐক্য' প্ল্যাটফর্মের ব্যানারে ঘোষণা করা হয়।

এসইউ

×