
ছবিঃ সংগৃহীত
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী এমভি ময়ূর-৭ লঞ্চ ও রেদোয়ান রিয়াদ-১ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুর্ঘটনার তিন দিন পার হলেও দুটি নৌযানকে একে অপর থেকে আলাদা করতে পারেনি ।
গত (১৩ মে) মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের মোল্লারচর এলাকার কাছে ধলেশ্বরী নদীর মাঝপথে এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় নৌযানই আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমভি ময়ূর-৭ সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল বালুবাহী বাল্কহেড রেদোয়ান রিয়াদ-১। মাঝনদীতে উভয় নৌযানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই নদীতে চলাচলরত এমভি ঈগল-৪ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়ূর-৭ লঞ্চে থাকা প্রায় ২৫০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
ময়ূর-৭ লঞ্চের মালিক পক্ষের ফয়েজ আহাম্মেদ ঘটনাস্থলে বৃহস্পতিবার বিকেলে জানান, নৌযান দুটির নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় কাজ চলছে, তবে তিনতলা লঞ্চটির বড় একটি বেশ কিছু অংশ বাল্কহেডের উপর উঠে গেছে। তাই অন্য লঞ্চ দিয়ে টেনেও নামানো যাচ্ছে না।
ইমরান