ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ধৈর্যের পুরস্কার পেলেন ওয়ারেন বাফেট, ৬৫ বছর বয়সের পরই এসেছে তাঁর ৯৮% সম্পদ!

প্রকাশিত: ২৩:৩৭, ১৫ মে ২০২৫; আপডেট: ২৩:৩৮, ১৫ মে ২০২৫

ধৈর্যের পুরস্কার পেলেন ওয়ারেন বাফেট, ৬৫ বছর বয়সের পরই এসেছে তাঁর ৯৮% সম্পদ!

ছ‌বি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত বিনিয়োগ গুরু ও ‘ওমাহার ঋষি’ খ্যাত ওয়ারেন বাফেট আবারও প্রমাণ করলেন— ধৈর্য, সময় ও চক্রবৃদ্ধি সুদের শক্তি কতটা অসাধারণ ফল দিতে পারে। ক্রিয়েটিভ প্ল্যানিং ইনক.-এর সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৪ বছর বয়সী বাফেট তাঁর মোট সম্পদের ৯৮ শতাংশই অর্জন করেছেন ৬৫ বছর বয়সের পর।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, বাফেটের সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে ১৬০ বিলিয়ন মার্কিন ডলারে। অথচ মাত্র ৩৪ বছর আগে, ১৯৯০ সালে যখন তাঁর বয়স ছিল ৬৫, তখন তাঁর মোট সম্পদ ছিল মাত্র ৩ বিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৫,২৩৩ শতাংশ, যা মূলত চক্রবৃদ্ধি সুদের শক্তিকে কাজে লাগানোর ফল।

ক্রিয়েটিভ প্ল্যানিং-এর প্রেসিডেন্ট ও সিইও পিটার মালুক বলেন, বাফেট নিজের এই বিপুল সম্পদ বৃদ্ধির পেছনে চক্রবৃদ্ধি সুদের গুরুত্ব তুলে ধরেছেন। বাফেটের ভাষায়, “আমার জীবন মূলত চক্রবৃদ্ধি সুদের ফলাফল।”

ওয়ারেন বাফেট তাঁর বিনিয়োগ পরিচালনা করেন বার্কশায়ার হ্যাথাওয়ে ইনক.-এর মাধ্যমে, যার সদর দপ্তর নেব্রাস্কার ওমাহায়। বিশ্বের অন্যতম সেরা পোর্টফোলিও ম্যানেজার হিসেবে খ্যাত বাফেট বার্কশায়ারের মাধ্যমে Apple Inc., American Express Co., Bank of America Corp. এবং Coca-Cola Co.-এর মতো বৃহৎ প্রতিষ্ঠানে বড় অঙ্কের বিনিয়োগ রেখেছেন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বার্কশায়ার হ্যাথাওয়ের ক্যাশ রিজার্ভ পৌঁছেছে ৩৪৮ বিলিয়ন ডলারে। বছর শুরুর পর থেকে কোম্পানিটির রিটার্ন দাঁড়িয়েছে ১৩.৪৭%, যেখানে জনপ্রিয় মার্কেট ইনডেক্স S&P 500-এর ট্র্যাকিং ETF SPY-এর রিটার্ন মাত্র ০.১৩%।

মঙ্গলবার বার্কশায়ারের শেয়ারমূল্য প্রতি শেয়ারে ০.৪৭% কমে দাঁড়িয়েছে ৫১১.৮৮ ডলারে। অন্যদিকে, SPDR S&P 500 ETF Trust (SPY) বেড়েছে ০.৬৬% এবং Nasdaq 100 ট্র্যাকিং ETF Invesco QQQ Trust (QQQ) বেড়েছে ১.৫২%।

ফিউচার মার্কেটে বুধবার S&P 500, ডাও জোন্স এবং Nasdaq 100 সূচকগুলো সামান্য ঊর্ধ্বমুখী অবস্থায় ট্রেড করছিল।

এদিকে, ট্রেডিং বিশেষজ্ঞ ম্যাট মালি তাঁর প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে UNG কল বিকল্পে ১৭৫% পর্যন্ত লাভ করেছেন। অভিজ্ঞতা ও সুস্পষ্ট কৌশলই ছিল তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।

ওয়ারেন বাফেটের এই নজির প্রমাণ করে, সঠিক কৌশল, ধৈর্য এবং সময় থাকলে আর্থিক সাফল্য কখনোই অসম্ভব নয়—তাই বিনিয়োগের জগতে চক্রবৃদ্ধি সুদের গুণমান আজও অমলিন।

এম.কে.

×