ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশিত: ২৩:৩২, ১৫ মে ২০২৫

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

ছ‌বি: জনকণ্ঠ

ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যেবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে তন্দ্রার স্কুলের সহপাঠী, শিক্ষক এবং হাজারো এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত চিকিৎসকের বিচারের দাবি জানান।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরা ও ডা. মাহবুবুর রহমানের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১০ মে শনিবার ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার বাসিন্দা তাইয়্যেবা তাবাসসুম তন্দ্রাকে তার পরিবার টনসিলের সমস্যায় ময়মনসিংহের এপেক্স হাসপাতালের চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় চিকিৎসকের অসতর্কতার কারণে তন্দ্রার শ্বাসনালি কেটে গিয়ে অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়।

এম.কে.

×