
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) চরমার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোসলেহ উদ্দিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের স্ত্রী রুনা আক্তার জানান, রাতে তারা একসঙ্গে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে মোসলেহ ঘুম থেকে উঠে বাইরে যান, এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেহ উদ্দিন মাদকাসক্ত ছিলেন এবং সম্প্রতি গাঁজাসহ ধরা পড়েন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
নুসরাত