ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদারীপুরের কালকিনিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ১৯:২৮, ১৫ মে ২০২৫

মাদারীপুরের কালকিনিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বেশকিছু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরের টিনের চাল উড়ে যাওয়া সহ গাছ উপড়ে ও ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ঝড় শুরু হয়। প্রায় ২০ মিনিটের এই ঝড়ে বেশি ক্ষতি হয়েছে গোপালপুর, ডাসার, শিকারমঙ্গল ও এনায়েতনগর গ্রামে। এদিকে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে বলে জানিয়েছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। অপরদিকে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

আব্দুল মালেক, জলিল, জব্বার ও রেদওয়ানসহ বেশ কিছু ভুক্তভোগী বলেন, হঠাৎ ঝড়ে আমাদের ঘরের উপরে গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, কালবৈশাখী ঝড়ে পাকা ধান, লিচু ও আমের ক্ষতি হয়েছে। ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা করা হচ্ছে। 

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, "হঠাৎ কালবৈশাখী ঝড়ে কালকিনিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে তাদের সহযোগিতা করা হবে।" 

নোভা

×