
ছবি: সংগৃহীত
প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে একাধিকবার নিষেধাজ্ঞা, অভিযান, জরিমানা এবং ব্যারিকেট সত্ত্বেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই যানবাহনগুলো। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সম্প্রতি আবারও কঠোর অভিযান শুরু করেছে। এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
একজন সচেতন নাগরিকের পোস্টে বলা হয়, “রাষ্ট্র আবেগ দিয়ে চলতে পারে না, চলা উচিত নয়। অটোরিকশাচালকদের কিছু অংশের কর্মকাণ্ড রীতিমতো রাষ্ট্রবিরোধী আচরণের পর্যায়ে পৌঁছেছে।” পোস্টে অভিযোগ করা হয়, “এই চালকরা বারবার নিষেধাজ্ঞা অমান্য করে, ট্রাফিক ব্যারিকেট অতিক্রম করে, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদান পর্যন্ত করেছে।”
অভিযোগ অনুযায়ী, গুলশান-বনানীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশাচালকদের অনিয়ন্ত্রিত চলাচল এবং সহিংস আচরণে সাধারণ পথচারী এবং অন্যান্য যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, “পথচারীদের ওপর আক্রমণ, অশ্রাব্য ভাষায় গালাগাল এবং পুলিশের সাথে বিরোধে জড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে।”
এমন প্রেক্ষাপটে ডিএনসিসি’র অভিযানে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। পোস্টদাতার ভাষ্য, “যখন রাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন শক্তি প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। রাষ্ট্রকে শক্তিশালী প্রমাণ করতে হলে আইন প্রয়োগে কঠোরতা দেখাতেই হবে।”
ডিএনসিসি প্রশাসকের প্রশংসা করে বলা হয়, “এই অভিযান অন্তত আরও ১৫ দিন চলুক। আমরা প্রশাসনের পাশে আছি।”
উল্লেখ্য, নগরবাসীর ভোগান্তি লাঘবে এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনেক আগেই গৃহীত হয়েছিল। তবে তা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে প্রশাসন। বর্তমান অভিযানের মাধ্যমে তা কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
সাব্বির