ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

লায়লা-মামুন বিতর্কে নতুন মোড়, পাঠানো হলো লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ২১:০৭, ১৫ মে ২০২৫

লায়লা-মামুন বিতর্কে নতুন মোড়, পাঠানো হলো লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত টিকটকার লায়লা আখতার ও প্রিন্স মামুনের বিরুদ্ধে সম্প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে তাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে সমাজে অশালীনতা ও অনৈতিক আচরণ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ সিরাজুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ অনুযায়ী, লায়লা ও মামুনের তৈরি করা ভিডিও কনটেন্টগুলো তরুণ সমাজকে অশোভন আচরণের দিকে প্রভাবিত করছে। এছাড়া, তাদের ব্যক্তিগত সম্পর্কের নানা দিক প্রকাশ্যে এনে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে লায়লা আখতার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় মামুনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এছাড়া, মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই লিগ্যাল নোটিশের মাধ্যমে তাদের অনলাইন কার্যক্রমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, এ বিষয়ে লায়লা ও মামুনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আলীম

×