ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে তীব্র যানজট 

সেনা-পুলিশ হস্তক্ষেপে অবসান

তাহমিন হক ববী, নীলফামারী

প্রকাশিত: ২১:১৫, ১৫ মে ২০২৫

সৈয়দপুরে নার্সিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে তীব্র যানজট 

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১  দিকে নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড়ে অবস্থান নিয়ে ওই মহাসড়ক অবরোধ করে তাঁরা। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত নীলফামারী-দিনাজপুর-রংপুর মহাসড়কের তিন দিকে যানচলাচল বন্ধ থাকে। এতে  আটকা পড়ে শতশত গাড়ি।

ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কর্মসূচি অংশ নেন নীলফামারী জেলার  বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালিন, "দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই, চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই" সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

অবরোধে অংশগ্রহণকারীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।তাঁরা আরও বলেন, এই বৈষম্যের বিরুদ্ধে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল (১৪ মে) ঢাকার শাহবাগ অবরোধ করেন তারা। প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের অভিযোগ। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্যই এখানে অবস্থান নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

সমাবেশে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অবশ্য তিনি শিক্ষার্থীদের প্রতি জনদুর্ভোগ সৃষ্টি না করতে আহবান জানান। পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন নবী ও সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এরপর বেলা ৩টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নোভা

×