ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক রাখাইনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৩৬, ১৫ মে ২০২৫

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক রাখাইনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মংএ চান (৫০) নামের এক রাখাইনের মৃত্যু হয়েছে। নিহত মংএ চান একই এলাকার মৃত অংজু মং-এর ছেলে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আনুমানিক ৩টার দিকে বেতকাটাপাড়া গ্রামের মুসলিম পাড়া মহল্লার মসজিদ সংলগ্ন একটি খালে মাছ ধরার জন্য যায় মংএ চান। এ সময় হঠাৎ তিনি স্ট্রোক করে পানিতে পড়ে ডুবে যান।

এ সময় স্থানীয়দোর ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে নদী থেকে উদ্ধার করে কিনারে নিয়ে যায়।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রাজু

×