
ছবি: সংগৃহীত
সম্পর্ক মানেই একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর সম্মান। তবে কখনো কখনো সেই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে আচরণের সূক্ষ্ম পরিবর্তনের মধ্য দিয়ে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে স্ত্রীর আচরণে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সেটি সম্পর্কের বাইরে কারো প্রতি আকৃষ্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে। যদিও প্রতিটি পরিবর্তনের পেছনে পরকীয়ার কারণ নেই, তবুও কিছু লক্ষণকে মনোবিদরা গুরুত্বের সঙ্গে দেখতে বলেন।
এ বিষয়ে কথা বলেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও দাম্পত্য পরামর্শক ডা. শারমিন জাহান। তাঁর মতে, “দাম্পত্য জীবনে আচরণের হঠাৎ রূপান্তর হতে পারে মানসিক চাপ, বিষণ্নতা কিংবা অন্য কারো প্রতি অনুভূতির কারণে। তবে ধারাবাহিকভাবে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা গেলে তা সম্পর্কে সতর্ক হওয়ার সময় বলে ধরা যেতে পারে।”
ডা. শারমিন তুলে ধরেছেন স্ত্রীর আচরণে এমন তিনটি লক্ষণ, যা পরকীয়ার ইঙ্গিত হতে পারে:
১. আচরণে হঠাৎ দূরত্ব তৈরি হওয়া
আগে যেখানে ছোট ছোট বিষয়েও আলোচনা হতো, সেখানে হঠাৎ করে কথা বলা কমে যাওয়া বা অনেক কিছু গোপন রাখার প্রবণতা তৈরি হলে সেটা সম্পর্কের বাইরে মানসিক ঝোঁকের ইঙ্গিত হতে পারে।
২. মোবাইল বা অনলাইন ব্যবহারে অতিরিক্ত সতর্কতা
সামাজিক যোগাযোগমাধ্যমে অধিক সময় দেওয়া, বার্তা লুকানো কিংবা মোবাইল ব্যবহার নিয়ে অতিরিক্ত গোপনীয়তা অনেক সময় পরকীয়ার ছায়া ফেলতে পারে।
৩. হঠাৎ করে নিজেকে অতিরিক্ত পরিবর্তন করা
চেহারা, পোশাক কিংবা চলাফেরায় আকস্মিক পরিবর্তন— বিশেষ করে যখন এগুলোর পেছনে যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না— তখন সেটাও সন্দেহের জায়গা তৈরি করতে পারে।
তবে মনোবিজ্ঞানীরা পরামর্শ দেন, কোনো লক্ষণ দেখলেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং খোলামেলা আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমেই সম্পর্ক রক্ষা সম্ভব।
আসিফ