ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া কাপড়ের ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

মোহাম্মদ আবদুর র‌হিম,নিজস্ব সংবাদদাতা,বান্দরবান

প্রকাশিত: ১৪:৩৪, ১৫ মে ২০২৫; আপডেট: ১৪:৩৭, ১৫ মে ২০২৫

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া কাপড়ের ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

ছবি: জনকণ্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে  বিজিবির অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

সাব্বির

×