
ছবি: জনকণ্ঠ
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন খিরনাল নামক স্থান হতে বৃহস্পতিবার ভোর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারি কর্তৃক অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় ৩৫,৭০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ০১টি বাংলাদেশি ট্রাকসহ ২০ কেজি গাঁজা আটক করে।
এছাড়াও ১৪ মে ২০২৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯,৩১,৮০০/- (উনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার আটশ) টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় চাউল, শাড়ি, মোবাইল, বাজি, হুইস্কি, গাঁজা এবং বাংলাদেশি মশার কয়েল আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
সাব্বির