ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্য রাতে ভয়াবহ আগুন, পুড়ে মরল দুই গরু

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ০৯:৩২, ১৫ মে ২০২৫

মধ্য রাতে ভয়াবহ আগুন, পুড়ে মরল দুই গরু

মধ্য রাতে গোয়ালঘরে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে শিবালয়ের বোয়ালীপাড়া গ্রামের রজ্জব আলীর গোয়ালঘরে জ্বলন্ত কয়েল থেকে সৃষ্ট আগুন স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গোয়ালঘড়। দগ্ধ হয়ে মারা যায় গাভিন গরু ও একটি ষাঁড় বাছুর।

পাটুরিয়া স্থল কাম নৌ-ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য রাতে আকস্মিক আগুনের ভয়াবহতার খবরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী গৃহস্থ দাবি করেছেন।

আগুনের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জনকন্ঠকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা তদন্তে কাজ করছে।

সজিব

×