
ছবি: সংগৃহীত।
ভারত ও মিয়ানমার সীমান্তে সশস্ত্র জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন জঙ্গিকে নিকেশ করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। অভিযান শেষে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সেনা সূত্র জানায়, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের একটি দল সক্রিয় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) রাতে মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয় এলাকার নিউ সামতাল গ্রামে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলস।
সেনারা এলাকায় পৌঁছানোর পরই এক সন্দেহভাজন বস্তু লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। জবাবে পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। এতে নিরাপত্তা বাহিনীর পাল্টা আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় ১০ জন জঙ্গি।
পরে ইস্টার্ন কমান্ড তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানায়, অভিযানে ১০ জন জঙ্গি নিহত হয়েছে এবং জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
অসম রাইফেলস জানায়, সংঘর্ষ-পরবর্তী সময়ে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
উল্লেখ্য, গত দুই বছর ধরে মণিপুর রাজ্যে চলমান অস্থিরতা জঙ্গিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হন। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনো সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে জঙ্গিরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনী আশঙ্কা প্রকাশ করেছে।
নুসরাত