ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনে হামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৩১

মামুন-অর-রশিদ, রাজশাহী

প্রকাশিত: ১৭:২৭, ১১ মে ২০২৫

ছাত্র আন্দোলনে হামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৩১

ছবি: দৈনিক জনকন্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার (১১ মে) বিকেলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরমধ্যে বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ কর্মী শেখ মহিদূল ইসলাম (২১), কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও মিজানুর রহমান মিম (২১)।

এদের মধ্যে গ্রেফতার মহিদুল ইসলাম নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার জাহঙ্গীর আলমের ছেলে, কৌশিক কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার রুস্তম আলীর ছেলে এবং মিজানুর রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে।  

পুলিশ জানায়, ‘এরা গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও আরএমপির অভিযানে আরো ২৮ জনকে গেফতার করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন রয়েছে।’ 

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরাজ খান

×