ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শুভাঢ্যা খাল পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ১২ মে ২০২৫; আপডেট: ১৪:১৮, ১২ মে ২০২৫

শুভাঢ্যা খাল পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী-এ কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। 

আজ সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আর ও বলেন, আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে।অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং সেখানে বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

মুমু

×