ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

২০২৪-২৫ এ রেমিট্যান্সে ইতিহাস! আগের সব রেকর্ড চূর্ণ

প্রকাশিত: ১৬:৫২, ১২ মে ২০২৫

২০২৪-২৫ এ রেমিট্যান্সে ইতিহাস! আগের সব রেকর্ড চূর্ণ

ছ‌বি: সংগৃহীত

চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত এসেছে ২৫.২৭ বিলিয়ন বা ২ হাজার ৫২৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোন নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয় চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯৭২ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়ে ২৮.২০ শতাংশ।

এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার। আর সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছর জুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

এদিকে চলতি মাসের প্রথম সাত দিনে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=uNznho1gX_g

এএইচএ

×