ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দুর্বল ব্যাংক রাষ্ট্রের অধীনে! জারি হলো নতুন অধ্যাদেশ

প্রকাশিত: ১৬:২৫, ১২ মে ২০২৫; আপডেট: ১৬:২৭, ১২ মে ২০২৫

দুর্বল ব্যাংক রাষ্ট্রের অধীনে! জারি হলো নতুন অধ্যাদেশ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দুর্বল ব্যাংকের একীভূতকরণ, অবসায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। ১০ মে (শুক্রবার) এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে ১৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির অনুমোদন দেয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এতদিন দুর্বল কোনো ব্যাংকের ব্যবস্থাপনা বা অবসায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা সীমিত ছিল। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, যদি বাংলাদেশ ব্যাংক মনে করে কোনো ব্যাংক কার্যকর নয়, দেউলিয়া হয়েছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে, আমানতকারীদের পাওনা মেটাতে পারছে না— এমন পরিস্থিতিতে ব্যাংকটির জন্য রেজল্যুশন বা পুনর্বিন্যাস সিদ্ধান্ত নিতে পারবে।

এতে আরও বলা হয়, কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক যদি সম্পদ বা তহবিল নিজের স্বার্থে ব্যবহার করেন, কিংবা প্রতারণামূলক লেনদেন করেন, সেক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনবোধে অস্থায়ী প্রশাসক নিয়োগ, নতুন বা বিদ্যমান শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বৃদ্ধি, ব্যাংকের শেয়ার বা সম্পদ তৃতীয় পক্ষকে হস্তান্তরের সিদ্ধান্ত নিতে পারবে।

এছাড়া, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করে তা পরে তৃতীয় পক্ষের কাছে বিক্রির ব্যবস্থাও থাকতে পারে। এমন নজির আগে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রে দেখা গেছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করলে, আদালতের মাধ্যমে অবসায়ন প্রক্রিয়া চালাতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংকটির দায়-দেনা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে— আমানত সাত কর্মদিবসের মধ্যে এবং অন্যান্য দায় দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

ব্যাংকের ব্যর্থতার পেছনে যাদের ব্যক্তিগত দায়িত্ব থাকবে— তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। অধ্যাদেশ লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ায়, এখন থেকে দেশের আর্থিক খাতে দুর্বল ব্যাংক পরিচালনায় আরও সুসংহত ও জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/ZQrvOaKcZSU?si=G7sskD5DSLn02sXS

মারিয়া

×