ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত দু’জনসহ গ্রেফতার ২৩

মামুন-অর-রশিদ,স্টাফ রিপোর্টার,রাজশাহী

প্রকাশিত: ১৮:৪৩, ১২ মে ২০২৫

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত দু’জনসহ গ্রেফতার ২৩

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা,বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে নেতা আরিফ শেখ (৫২) ও শরিফুল ইসলাম লিটন (৪৮)।

এদের মধ্যে গ্রেফতার আরিফ রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মৃত নওশাদ শেখের ছেলে। সে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া শরিফুল ইসলাম লিটন রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার সেলিম উদ্দীন শেখের ছেলে। সে নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, এরা গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

এছাড়াও আরএমপির অভিযানে আরো ২১ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১২ জন।  আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলীম

×