
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে টার্গেট করার প্রবণতা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন জি-নাইন-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দলকে কোণঠাসা করার চেষ্টা করা হলেও বিএনপির ক্ষেত্রে এ ধরনের কৌশল কাজে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।
রবিবার এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার এবং তার আগের দুই বছর ১/১১ তত্ত্বাবধায়ক প্রশাসন বিএনপিকে নেতৃত্বশূন্য করতে, দল ভাঙতে এবং নেতাদের জেলে পাঠাতে নানা চেষ্টা চালিয়েছে। কিন্তু বিএনপি তার ঐক্য ধরে রেখেছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি যে সাহসিকতার সঙ্গে গুম, খুন, হামলা ও মিথ্যা মামলার মধ্যেও রাজনীতি চালিয়ে গিয়েছে, তাতে প্রমাণ হয় যে এ দলকে ধ্বংস করা সহজ নয়। বরং বিএনপি আজ গণ-অভ্যুত্থানের শক্তির অন্যতম প্রধান বাহন এবং দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর একটি।”
ডা. সায়ন্থের মতে, “শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র’ বিএনপিকে শেষ করতে চাইলেও সফল হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দলটি আরও শক্তিশালী হয়েছে।”
তথ্যসূত্রঃ https://fb.watch/zxfjxFtbnA/
মারিয়া