ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রুকাইয়া চমকের ভালোবাসার গল্প ভাইরাল, স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার

প্রকাশিত: ২০:৩১, ১২ মে ২০২৫; আপডেট: ২০:৩২, ১২ মে ২০২৫

রুকাইয়া চমকের ভালোবাসার গল্প ভাইরাল, স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার

ছ‌বি: সংগৃহীত

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে ফের লাইমলাইটে এসেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন:

"He is not the man U used to know, he is the whole new person I made. My sweetheart… a million of sunset to watch together, live together, breathe together."
(সে আর আগের মানুষ নেই, আমি তাকে নতুন করে গড়েছি। আমার ভালোবাসা… কোটি সূর্যাস্ত একসাথে দেখা, বেঁচে থাকা আর নিঃশ্বাস নেওয়ার ইচ্ছে আমাদের।)

চমকের এই আবেগঘন পোস্টে বোঝা যাচ্ছে, নিজের জীবনসঙ্গীকে নিয়ে তিনি কতটা গর্বিত ও ভালোবাসায় পূর্ণ।

সামুদ্রিক ভ্রমণ, পাহাড়-জলের আবহ আর রোমান্টিক মুহূর্তে ভরা ছবিগুলো ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই ছবির নিচে মন্তব্য করে লিখেছেন—'অসাধারণ সুন্দর'। আর কেউ লিখেছেন—'দেখা যাক এই ভালবাসা, এই আবেগ কত দিন স্থায়ী হয়'!!

এএইচএ

×