
তাসনিয়া ফারিণ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি চরণ ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ক্ষেত্রে তেমনটি না হলেও তার এক হাতে গোলাপের তোড়া, অন্য হাতে কুড়াল। শীতল চোখে তাসনিয়া ফারিণ তাকিয়ে আছেন সামনে। এ যেন এক অন্য ফারিণ, যার তল পাওয়া কঠিন।
শরিফুল রাজ, মোশাররফ করিমের পর এবার সামনে এলো ‘ইনসাফ’ সিনেমায় ফারিণের লুক। নির্মাতা সঞ্জয় সমাদ্দার সম্প্রতি পোস্টারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই। পোস্টারটি ফারিণ নিজেও শেয়ার দিয়েছেন। তার এমন লুক দেখে স্বভাবতই সবাই ধন্য ধন্য করছেন। কারণ এমন লুকে তাকে কখনই আগে দেখা যায়নি। অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।
একজন মন্তব্য করেছেন, ফ্লাওয়ার না রে ভাই, একদম ফায়ার। আরেকজন মন্তব্য করেছেন, খুব সুন্দর পোস্টার হয়েছে। অন্য আরেকজন মন্তব্য করেছেন, অসাধারণ একটি মুভি হবে ‘ইনসাফ’, পোস্টার দেখে তাই মনে হলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য, প্রিয় অভিনেত্রী।
‘ইনসাফ’ সিনেমার প্রথম পোস্টারে শরিফুল রাজ সবাইকে চমকে দিয়েছিলেন। এর পর নির্মাতা সঞ্জয় সমাদ্দার দ্বিতীয় পোস্টার সামনে আনেন। সেখানে মোশাররফ করিমের লুক দেখেও সবাই চমকে গিয়েছিলেন। এবার সামনে এলো ফারিণের লুক। তবে তিনটি পোস্টারেই একটা কমন বিষয় আছে। তা হলো, সবার হাতে কুড়াল।
এই সিনেমায় কুড়াল বিশেষ কোনো গুরুত্ব রাখছে কিনা, সেটাও সবার জিজ্ঞাস্য। তবে এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’র শূটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।