ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘অ্যাকোয়াম্যান’ তারকার জীবনে খুশির খবর, মা হলেন যমজ সন্তানের

প্রকাশিত: ১৪:২৩, ১২ মে ২০২৫

‘অ্যাকোয়াম্যান’ তারকার জীবনে খুশির খবর, মা হলেন যমজ সন্তানের

ছবি :সংগৃহীত

অ্যাকোয়াম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড মা দিবসের বিশেষ দিনে তার ভক্তদের দিলেন চমক।  গতকাল সারা বিশ্বের ছোট-বড় সকল শিশু যখন মা দিবস উদযাপন করছে, তখন অভিনেত্রী অ্যাম্বার হার্ড অত্যন্ত মর্মস্পর্শীভাবে এই উপলক্ষ্যটি বেছে নিয়েছিলেন তার জীবনে যমজ সন্তানের আগমনের খবর প্রকাশ করার জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, তিনি যমজ এক কন্যা ও এক পুত্র সন্তানের মা হয়েছেন। এর মাধ্যমে অ্যাম্বার এখন তিন সন্তানের মা। এর আগে, ২০২১ সালে তিনি কন্যা সন্তান ওনাঘকে স্বাগত জানিয়েছিলেন। 

মা দিবসে তিনটি ছোট্ট পায়ের উষ্ণ ছবি পোস্ট করে অ্যাম্বার লিখেছেন, “২০২৫ সালের মা দিবস আমি কখনোই ভুলব না। আমি যে পরিবার গড়ার স্বপ্ন দেখেছিলাম, আজ তা পূর্ণতা পেয়েছে। আমি আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি।”

নতুন যমজ সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস (কন্যা) ও ওশেন (পুত্র)। তিনি আরও লেখেন, “চার বছর আগে যখন ওনাঘ জন্ম নিয়েছিল, তখনই আমার জীবন বদলে গিয়েছিল। ভাবতাম, এর চেয়ে বেশি আনন্দ হয়তো আর হবে না। কিন্তু এখন মনে হচ্ছে, আমি তিনগুণ বেশি খুশি!”

হার্ডের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত ও অনুরাগীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন নতুন যমজদের আগমনে। 

 

সূত্র - https://www.instagram.com/p/DJhHzGcvELj/?utm_source=ig_embed&ig_rid=aa4852ad-4469-49b5-899c-678fb1dcd96f

সা/ই

×