
ছবিঃ সংগৃহীত
ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরমাণু ইস্যুতে চতুর্থ দফা আলোচনার পর এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরান পরমাণু অস্ত্র বা ধ্বংসাত্মক কাজে বিশ্বাস করে না। তবে নিউক্লিয়ার প্রযুক্তি নিয়ে আমাদের শান্তিপূর্ণ গবেষণা অব্যাহত থাকবে। চিকিৎসা, গবেষণা ও শিল্পখাতে এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের যে কোনো পরমাণু প্রকল্প নিয়েই যুক্তরাষ্ট্রের আপত্তি থাকাটা একেবারেই অগ্রহণযোগ্য। ইরান তার অধিকার ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে আপসহীন থাকবে।”
মারিয়া