
ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছেন, গাজায় হামাসের হাতে আটক মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডার খুব শিগগিরই মুক্তি পাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, এডান আলেক্সান্ডার, একজন মার্কিন নাগরিক, যাকে অনেকেই মৃত ভেবেছিলেন, তিনি আজ থেকে প্রায় দুই ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন।
এই ঘোষণাটি ট্রাম্প শনিবার রাতে এক সমাবেশে দেন। তিনি জানান, এডানের মুক্তির জন্য বিশেষভাবে নিয়োজিত মার্কিন দূত স্টিভ উইটকফ “চমৎকার কাজ” করেছেন এবং তার উপস্থিতিতেই এডানের মুক্তি কার্যকর হবে।
পরে ট্রাম্প সময়সীমা নিয়ে খানিকটা নমনীয় হয়ে বলেন, দুই ঘণ্টার মধ্যে, বা বলা যায় আজকের মধ্যেই।
গাজায় ইসরায়েলি অভিযানের মধ্যেই এমন ঘোষণাকে অনেকে কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন। উল্লেখ্য, এডান আলেক্সান্ডার ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার সময় থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছিল, তিনি হয়তো নিহত হয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যে দেখা যাচ্ছে, তিনি বেঁচে আছেন এবং শিগগিরই মুক্তি পাচ্ছেন।
মার্কিন সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে পর্যবেক্ষকরা বলছেন, এডানের মুক্তি সফল হলে এটি হোস্টেজ সংকট সমাধানে মার্কিন প্রচেষ্টার বড় একটি অর্জন হিসেবে বিবেচিত হবে।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এডানের সম্ভাব্য মুক্তির খবরে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো গাজায় আটক বেসামরিক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আরও সক্রিয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
গাজা পরিস্থিতি এখনো উত্তাল, এবং বন্দিমুক্তি প্রক্রিয়া কতটা বাস্তবায়িত হয়, তা দেখতে বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকেই।
এসএফ