
মানিক রহমান
নিজের আত্মবিশ্বাস অক্লান্ত পরিরশ্রম আর কোনো প্রতিকূল অবস্থাকেই হার মানাতে পারেনি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী মানিক রহমানকে। চলতি বছর শুধু পা দিয়ে লিখেই এবার হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এ ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অধিকার করেছে। রবিবার দুপুরে ফল প্রকাশিত হলে মানিকের এ সাফল্যে মা-বাবাসহ এলাকাবাসী সকলেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে মানিকের বাড়ি। বাবা মিজানুর রহমান ব্যবসায়ী আর মা মরিয়ম বেগম সহকারী অধ্যাপকের বড় ছেলে।
মানিক রহমান জানায়, আমার দুটি হাত না থাকলেও আল্লাহর অশেষ রহমত, বাবা-মা ও শিক্ষকদের দোয়া এবং অনুপ্রেরণায় আমি পিইসি থেকে এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ বছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় ১৯২তম স্থান অধিকার করেছি। সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।