ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

মাহফুজ রহমান, লালমনিরহাট।

প্রকাশিত: ২২:২৬, ১২ মে ২০২৫

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ মে) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।


যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


নতুন কমিটিতে আনিছুর রহমান আনিছকে আহ্বায়ক এবং মো. হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও, নাজমুল হুদা লিমন, জাহাঙ্গীর আলম আনন্দ এবং মিজানুর রহমান লাভলুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রিফাত

×