ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হয়তো বেইলি রোডে নয়, তবে বৃষ্টিতে ভিজলেন তাহসান-রোজা!

প্রকাশিত: ১৫:৪৯, ১২ মে ২০২৫

হয়তো বেইলি রোডে নয়, তবে বৃষ্টিতে ভিজলেন তাহসান-রোজা!

এক সময় তাহসান লিখেছিলেন, ‘‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই and I don’t care.’’কিন্তু সময় বদলায়, সম্পর্কও রঙ বদলায়। কালের স্রোতে আজ তিনি আবার ভিজছেন, তবে একান্ত নতুন কারও সঙ্গে।

সম্প্রতি তাহসানের স্ত্রী রোজা নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন এক রোমান্টিক ভিডিও, যেখানে দেখা যায় বৃষ্টির ভেজা বিকেলে তাহসান গান গাইছেন, আর তার পাশেই রোজা। একসঙ্গে বৃষ্টিতে ভিজছেন তাঁরা, যেন ভালোবাসার নতুন এক আবহ তৈরি হয়েছে চারপাশে।

ভিডিওর ক্যাপশনে রোজা লেখেন, “তোমার কণ্ঠই আমার জন্য সবচেয়ে প্রিয় সুর। বৃষ্টির তালে আমরা দু'জনে দুলছি, আর তুমি কানে কানে মিষ্টি কিছু ফিসফিস করছ আর কিছুই তো চাই না।”

তাহসান-রোজার এই রোমান্টিক মুহূর্তে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই বলছেন, “ভালোবাসা সত্যিই ফিরে আসে, একটু অন্যরকম রূপে।” 

আফরোজা

×