ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফেনীতে বোরো আবাদে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

ওছমান হারুন মাহমুদ,নিজস্ব সংবাদদাতা,ফেনী

প্রকাশিত: ২০:৩৩, ১২ মে ২০২৫

ফেনীতে বোরো আবাদে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

ছবি:সংগৃহীত

গতবছর (২০২৪) বন্যার আর কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে এবার ফেনীতে বাম্পার ফলন হয়েছে ইরি-বোরো আবাদে। তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। জেলায় ফলন উৎপাদনে রেকর্ড ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা বলছে কৃষি বিভাগ।

দিগন্তবিস্তৃত মাঠে সোনালী ধান। চারোপাশে পাকা ধানের মৌ মৌ গন্ধ। মাঠে আর বাডীতে ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। চলতি মৌসুমে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভুঞাঁ ও সদর উপজেলায় ইরি-বোরো ধানের আবাদ হয়েছে ৩১ হাজার ৪০৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ২২ হাজার  ২৩৭ মে.টন। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পরিমিত বৃষ্টি হওয়ায় ইরি-বোরোতে বাম্পার ফলন হয়েছে। ফলন ভাল হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ মিলছেনা ফলনের ন্যায্য দাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) পুসপেন্দু বডুয়া জানান 
গত বছরের তুলনায় এ বছর দেড়শ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় একং ২৪এর বন্যার কারণে জমিতে মাটির প্রলেপ বসায় জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে যার ফলে জমিতে ভালো ফলন হয়েছে। 

সরকার প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের।
 

আলীম

×