
ছবি:সংগৃহীত
মাদারীপুরে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ‘বড়ব্রিজ’ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বড়বাড্ডা গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে ভুক্তভোগী রেজাউল হাওলাদার জানান, সম্প্রতি বাড়িতে নতুন একটি টিনশেট ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। গত ৫ মে বিকেলে চতুরপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন মাতুব্বরের ছেলে আকবর মাতুব্বর লোকজন নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ধান ব্যবসায়ী রেজাউল হাওলাদারের কাছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আকবর মাতুব্বর ও তার লোকজন ব্যবসায়ীর বসতঘর ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
পরে গত ৭ মে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকবর মাতুব্বরসহ ৫ জনের নামে চাঁদা ও হত্যাচেষ্টা মামলা করেন রেজাউল। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসী। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
আলীম