ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঢাকাগামী বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২:৩১, ১২ মে ২০২৫

ঢাকাগামী বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত।

রংপুরের কাউনিয়া উপজেলায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রকানা মাস্টারপাড়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও কবির মামুদ খামারটারী গ্রামের সঞ্জয় কুমার রায় (২৭)। দুজনই বিবাহিত।

পুলিশ ও স্বজনরা জানান, সঞ্জয় ও বেলাল একটি মোটরসাইকেলে রংপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী ‘শাহ আলী’ পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলেই তারা মারা যান।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, “বাসটি উল্টে পাশে পড়ে যায়, তবে যাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।”

নুসরাত

×