ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পলিথিন ছেড়ে পাটে ফিরছে মানুষ 

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ 

প্রকাশিত: ১৭:৩০, ১২ মে ২০২৫

পলিথিন ছেড়ে পাটে ফিরছে মানুষ 

ছবি: জনকণ্ঠ

শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে পাটজাত পণ্য মেলা। মেলায় উদ্যোক্তাদের স্টলে নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিশেষ করে তরুণীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পছন্দমতো পণ্য কিনতে দেখা গেছে তাদের।

জেলা প্রশাসন ও পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৭ জন উদ্যোক্তা স্টল নিয়ে অংশ নিয়েছেন। এসব স্টলে পাটের তৈরি ফ্লোরম্যাট, টেবিলম্যাট, হাতব্যাগ, লেডিস ব্যাগ, সাইডব্যাগ, ফোল্ডার, শপিং ব্যাগ, বাজারের ব্যাগসহ হরেক রকম পণ্য স্থান পেয়েছে। দর্শনার্থীরা এসব স্টল থেকে পছন্দের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহ নগরীর নন্দীবাড়ী এলাকার গৃহবধূ মৌরিতা আক্তার বলেন, ‘মেলায় স্টলগুলো পাটজাত পণ্যে সাজানো ও গোছানো। প্রতিটি পণ্যই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য। দামও অনেকটাই নাগালের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘পলিথিনের কারণে দেশের পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি।’ ক্রেতারা জানিয়েছেন, কম দামে মানসম্পন্ন পণ্য কিনতে পেরে তারা সন্তুষ্ট। গৃহবধূ শাহানারা আক্তার জানান, ‘আমি দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছি। খুব ভালো লাগছে। এখানে অনেক ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে কম।’

উদ্যোক্তা শিউলি রানী বিশ্বাস জানান, ‘বৃহস্পতিবার বিকালে মেলা উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। স্টলে বেচাকেনাও বেশ ভালো। দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পাটজাত পণ্যের শতাধিক আইটেম এখানে পাওয়া যাচ্ছে। সীমিত লাভে আমরা পণ্য বিক্রি করছি বলে ক্রেতারাও খুশি।’ তিনি আরও জানান, ‘২০২৪ সালে আমি মেলায় অংশ নিয়ে শ্রেষ্ঠ ‘অধম্য নারী’ পুরস্কার পেয়েছি।’

মেলার আয়োজক ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে মানুষকে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের সাড়া অত্যন্ত সন্তোষজনক।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৪ মে পর্যন্ত।

শহীদ

×