ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২:৩২, ১২ মে ২০২৫

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাই ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)-এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা ওই দুই ভাই শনিবার বিকেল ৩টার দিকে নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের খুঁজে পাননি। অবশেষে ঘটনার দুই দিন পর তাদের মরদেহ তিন কিলোমিটার ভাটিতে পাওয়া যায়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নুসরাত

×