
ছবিঃ সংগৃহীত
ভারতের মেঘালয় রাজ্যের তিনটি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। এর ফলে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি টহল বাড়িয়েছে এবং সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে যেসব এলাকা মেঘালয়ের সীমান্তঘেঁষা, সেসব স্থানে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারতের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কারফিউ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। সুনামগঞ্জ সীমান্তে ৯০ কিলোমিটার এলাকাজুড়ে সতর্ক অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছেন ২৮ বিএসএফ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল চাকারিয়া কার্য।
তিনি বলেন, "কারফিউ কখন তুলে নেওয়া হবে, তা একান্তভাবে মেঘালয় রাজ্য সরকারের সিদ্ধান্ত। তবে যতদিন কারফিউ বহাল থাকবে, ততদিন সীমান্ত এলাকাতেও আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।"
প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
মারিয়া