
ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক টাইমলাইনে একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করে মন্তব্য করেছেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ বা মিছিল করলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। শুধু তাই নয়, কেউ ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে। এমনকি যারা বিদেশে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের পক্ষে অনলাইনে পোস্ট বা মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধেও মামলা করা হতে পারে।
আসিফ মাহমুদের এই বক্তব্য ও পোস্ট স্পষ্ট ইঙ্গিত দেয়, সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সহিংসতা উস্কে দেওয়া বা গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো মাধ্যমে প্রচারণাকেও এখন নজরদারির আওতায় আনা হয়েছে।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে অনলাইনে কর্মতৎপরতা এবং প্রকাশ্য কর্মকাণ্ডের ওপর নজরদারি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
আঁখি