ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের ডালপালা-শিকড় উপড়ে ফেলতে হবে, বলছে জুলাই ঐক্য

প্রকাশিত: ১১:১০, ১২ মে ২০২৫

আওয়ামী লীগের ডালপালা-শিকড় উপড়ে ফেলতে হবে, বলছে জুলাই ঐক্য

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবির বিষয়ে সরকারের অবস্থান পর্যবেক্ষণে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান-সম্পৃক্ত সংগঠনগুলোর প্ল্যাটফর্ম জুলাই ঐক্য।গতরাতে টিএসসিতে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বক্তব্য দেন সংগঠনটির নেতারা।

এ সময় তারা বলেন, "জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করলে মেনে নেওয়া হবে না।"

জুলাই ঐক্যের নেতারা মন্তব্য করেন, "আওয়ামী লীগের ডালপালা ও শেকড় যেখানে বিস্তীর্ণ, সব উপড়ে ফেলতে হবে।"তারা আরও বলেন, "আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দল এবং সকল সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে।"

এ সময় জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে বিপ্লবী ঘোষণাপত্রে প্রস্তাবনা দেওয়া হবে।

রাজনীতিতে উত্তাল প্রেক্ষাপটে, সরকারের ভূমিকা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে জুলাই ঐক্যের এই ঘোষণাকে বিশ্লেষকরা দেখছেন বিরোধী রাজনৈতিক শক্তির বাড়তে থাকা চাপের অংশ হিসেবে।

 

 


সূত্র:https://tinyurl.com/4mtya4zk

আফরোজা

আরো পড়ুন  

×